শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর বিশ্ব : কলেজে হাজারো শিক্ষার্থীর ভর্তির আবেদন মুখরিত ক্যাম্পাস

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে অবস্থিত সরকার কর্তৃক জাতীয়করন ঘোষিত বিবিদ্যালয় কলেজে আজ এইচ এস সি প্রথম বর্ষে ভর্তির জন্য আজ সকাল থেকে হাজারো শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাসে আসতে দেখা গেছে।বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সরেজমিনে আজ সকালে গেলে বাঞ্ছারামপুর বিশ্ববিদ্যালয় কলেজটির প্রিন্সিপাল আ. রহিম জানান,স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম ও গভর্নিং বডির চেয়ারম্যান সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলামের সহায়তায় আমাদের কলেজটি জাতীয়করনের তালিকায় প্রথম দিকে থাকা,পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা,আধুনিক কম্পিউটার ল্যাব,পর্যাপ্ত মানসম্মত শিক্ষকসহ বিশাল পরিসরে কলেজ ক্যাম্পাস হওয়ায় দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তিও আসলেও সীমিত আসন থাকায় আমরা হয়তো সবাইকে ভর্তি করাতে প্রাবো না।

সকাল ১১টায় দেখা গেছে,এইচ এস সি প্রথম বর্ষে ভর্তিও স্লীপ নিয়ে সেটি অফিসে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করনের জন্য জটলা পাকিয়েছে শত-শত ছাত্র-ছাত্রী।কেউ কেউ ভোর হতে লাইন দিয়েছে।

নাম প্রকাশে একাধিক শিক্ষার্থী অভিযোগে জানায়,বোর্ডের নির্ধারিত ১২শত ৭০ টাকার স্থলে ৩ হাজার টাকা ভর্তি ফি নেয়া হচ্ছে’।এই বিষয়ে অধ্যক্ষ আ. রহিম বলেন,‘আমরা ৬ মাসের আগাম বেতন,কলেজ উন্নয়ন ফী ও ম্যানেজিং কমিটি কর্তৃক নির্ধারিত ফী কেবল নিচ্ছি,এর চেয়ে বেশী এক টাকাও বেশী নয়’।

Print Friendly, PDF & Email