রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ফের ব্রাজিল শিবিরে দুঃসংবাদ!

সমর্থকদের বাজে আচরনের কারণে জরিমানা দিতে ব্রাজিলকে। যা ব্রাজিলিয়ানদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। কারণ বুধবার (২৭ জুন) রাতের নক-আউট পর্বে ম্যাচের দশম মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান মার্সেলো। তার ইনজুরি নিয়ে বেশ চিন্তিত সবাই। আর এমন পরিস্থিতিতে জরিমানা চিন্তার বিষয় বটে। অবশ্য এর আগে একই কারণে জরিমানা দিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

বুধবারের ম্যাচে নেইমার কুতিনহো-পাওলিনহোদের কাছে পাত্তাই পায়নি সার্বিয়া। তাদের ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু মাঠেই নয়, গ্যালারিতেও পাত্তা পায়নি সার্বিয়া। ব্রাজিলের সমর্থকরা সার্বিয়ার সমর্থকদের মেরেছেন।

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

ব্রাজিল সমর্থকদের হাতে মার খেয়েছেন বেশ কয়েকজন সার্বিয়ান পুরুষ এবং একজন মহিলা সমর্থক। নিরাপত্তারক্ষীরা এসে উভয়পক্ষকে সরিয়ে দেয়। বিশ্বকাপের মতো বড় আসরে গ্যালারিতে ভক্ত-সমর্থকদের এমন ঘটনা ব্রাজিলের মতো দলের জন্য সত্যি লজ্জাজনক। গ্যালরির এই ঘটনায় বড়সড় জরিমানা হতে পারে তাদের।

ফিফার নিয়ম অনুযায়ী, বৈশ্বিক টুর্নামেন্টে কোনো দলের সমর্থক উগ্র আচরণ করলে তার দায়ভার নিতে হবে সেই দেশের ফেডারেশনকে।

এর আগে মেক্সিকান ফুটবল ফেডারেশন ও সার্বিয়ান ফুটবল ফেডারেশনকে একই কারণে জরিমানা করে ফুটবলের অভিভাবক সংস্থা।

Print Friendly, PDF & Email