রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে উড়িয়ে নতুন ইতিহাস গড়ল বাঘিনীরা

আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে জাহানারা আলমের রেকর্ড গড়া বোলিং তোপে ৪ উইকেটে জিতেছিল টিম টাইগ্রেস। আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়ন্টিও ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল সালমা খাতুনের দল। আইরিশ মেয়েদের দেওয়া ১২৫ রানের টার্গেটে ৫ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ফারজানারা। এটাই এশিয়া কাপ জয়ী টাইগ্রেসদের প্রথম সিরিজ জয়।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই জাহানারা আলমের তোপের মুখে পড়ে প্রথম উইকেট হারায় আইরিশরা। দলীয় ১৩ রানে লুইসকে (৫) ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন জাহানারা। আইরিশদের এমন মহাবিপদে হাল ধরেন অপর ওপেনার সিসিলিয়া জয়েস এবং অধিনায়ক লরা ড্যানলি। সিসিলিয়া ৪৭ বলে ৬০ এবং ড্যানলি ২৮ বলে ২০ রান করেন। শেষ দিকে শানা কাভানাগ ১১ বলে ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে স্বাগতিকরা।

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন আগের দিন ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়া জাহানারা আলম। ১৮ রানে ২ উইকেট নেন নাহিদা আকতার। এছাড়া ১টি করে উইকেট নেন রুমানা আহমেদ এবং ফাহিমা খাতুন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দলীয় ২১ রানে আয়েশার (৭) উইকেট হারায় বাংলাদেশ। তবে ফারাজানাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন অপর ওপেনার শামীমা সুলতানা। এই উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাট হাতে ৪৯ বলে ৯ বাউন্ডারিতে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গী ফারজানা খেলেন ৩৪ বলে ৩ চার ১ ছক্কায় ৩৬ রানের ইনিংস।

মূলতঃ শামীমা-ফারজানার জুটিই জয়ের ভিত গড়ে দেয় টাইগ্রেসদের। ফারজানার বিদায়ের পর দ্রুত তিনটি উইকেট হারালেও তাই ভেঙে পড়েনি সফরকারীরা। মিডল অর্ডারে সানজিদা ইসলাম ৯ বলে ১১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ডাবলিনে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুলাই।

Print Friendly, PDF & Email