রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলটিকে ফিরে পাবার আশায় পুরো দেশ

উত্তর থাইল্যান্ডে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণে গুহায় আটকে পড়া ফুটবল টিমকে খুঁজে যাচ্ছে উদ্ধার অভিযানের একটি বিশেষ  দল। তাদের উদ্ধারে নানা বিঘ্ন ঘটলেও এখনো উদ্ধারকর্মীকা অভিযান চালিয়ে যাচ্ছে।

ক্রমবর্ধমান এই জলপ্রবাহের মধ্যে আটকে থাকা দলটিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া একটি কল্পনাবিলাশ ঘটনা হলেও সবাই পথ চেয়ে রয়েছে তাদের ঘরে ফেরার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফুটবল দলটিকে খুঁজে পাওয়ার বিভিন্ন ধরণের চিত্রকর্ম শেয়ার করে মনের আশা ব্যক্ত করেছে দেশটির সাধারণ জনগণ।

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

জলপ্রবাহ বেড়ে গিয়ে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় থাম লুয়াং গুহায় প্রবেশমুখ বন্ধ হয়ে গত শনিবার থেকে আটকে পড়েছে একজন কোচসহ তেরজনের একটি ফুটবল দল। কয়েকশ উদ্ধারকারী গুহার বন্যার পানি নিষ্কাশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প স্থাপনে কাজ করেছে। কিন্তু অব্যাহত বৃষ্টিপাতে উত্তরাঞ্চলীয় চিয়ান রাই প্রদেশের ওই এলাকাটি তলিয়ে যাচ্ছে। বিবিসি

Print Friendly, PDF & Email