রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

কসবা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী কবীর ও সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার জাহিদ

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার উল্লেখযোগ্য তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম উপজেলা কসবা। ভারতের ত্রিপুরা রাজ্যের সন্বিকটে দেশের পূর্ব সীমান্তবর্তী এলাকাটি দেশের মানচিত্রের প্রায় অনুরূপ। সমতল, পাহাড়, নদী ও প্রাকৃতিক দৃশ্য অনেকটা এদেশের প্রতিচিত্র। বহু গুণিজনের জন্মভূমি। কসবার সন্তানেরা দেশের গুরুত্বপূর্ণ পদ দখল করে নেতৃত্ব দিচ্ছেন প্রতিনিয়ত। এর উদাহরণ বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। রাজধানী শহর ঢাকায় কসবার অধিবাসীগণ বৃহত্তর কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ধারক-বাহক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। সম্প্রতি ২৭ জুন ২০১৮ বুধবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা বর্তমান সভাপতি আলহাজ্ব মো. সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম এ কাইয়ূম। সভার দ্বিতীয় অধিবেশনে আবু জামাল খন্দকার, প্রকৌশলী মাহফুজুর রহমান ও আমিনুল ইসলাম এ তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন পরবর্তী সময়ের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন কার্য সম্পন্ন করেন। ৫১ সদস্য বিশিষ্ট নব নিযুক্ত কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হন ঢাকা গ্রীণ রোডস্থ কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের সত্তাধিকারী ও চেয়ারম্যান প্রকৌশলী কবীর আহমাদ ভূইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী মো. আনোয়ার জাহিদ ভূইয়া। দ্বি বার্ষিক সাধারণ সভায় ঢাকায় বসবাসকারী কসবার অধিবাসীগণ অংশ গ্রহণ করেন। কসবাবাসীর উন্নয়নের লক্ষ্যে অতীতের ন্যায় ভবিষ্যতেও মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের সহযোগিতায় সকলে মিলে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে আধুনিক ও উন্নত কসবা গড়ার আশাবাদ ব্যক্ত করেন নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী কবির আহমাদ ভূইয়া।

Print Friendly, PDF & Email