ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর বাস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক নাদির হোসেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।