রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্বের টুকিটাকি

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ১৪ জুন থেকে শুরু হয়ে ইতোমধ্যে ১৬ দিনে পড়েছে রাশিয়া বিশ্বকাপ। ইতোমধ্যে ৬৪টি ম্যাচের মধ্যে শেষ হয়েছে ৪৮টি। আজ বিরতি দিয়ে আগামীকাল রাত ৮টায় আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে নক আউট পর্বের জমজমাট লড়াই। যেখানে একটি দল একটি ম্যাচই খেলতে পারবে। তাই প্রতিদিন বিশ্বকাপ থেকে বিদায় নিবে একটি করে দল। যদিও প্রথম পর্ব শেষে ইতোমধ্যে ৩২টি দলের মধ্যে ১৬টি দল বিদায় নিয়েছে।
এবারের বিশ্বকাপে যেন হয়ে উঠেছে সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটি বিশ্বকাপ। প্রায় প্রতি দিনের কোনো না কোন ম্যাচেই অঘটন দেখছে গোটা বিশ্ব। তবে এবারের বিশ্বকাপে পরিষ্কার ফেবারিট বলে কেউ নেই।
নাটকীয়তায় ভরপুর ছিল এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের প্রতি ম্যাচ। আসুন তার আগে দেখে নেই গ্রুপ পর্বের টুকিটাকি।
প্রথম ম্যাচ
:
রাশিয়া-সৌদি আরব
প্রথম রেফারি
:
নেস্টর পিটানা (আর্জেন্টিনা)
প্রথম কিক
:
সৌদি আরব
প্রথম কর্নার
:
রাশিয়া
প্রথম থ্রো
:
সৌদি আরব
প্রথম ফাউল
:
ওমার হাওশাই (সৌদি আরব)
প্রথম ফ্রি-কিক
:
আলেকজান্ডার সামেদভ (রাশিয়া)
প্রথম গোল
:
ইউরি গ্যাজিনস্কি (রাশিয়া)
হেড থেকে প্রথম গোল
:
ইউরি গ্যাজিনস্কি (রাশিয়া)
প্রথম অ্যাসিস্ট
:
আলেক্সান্ডার গোলভিন (রাশিয়া)
প্রথম পেনাল্টি থেকে গোল
:
ইউরি গ্যাজিনস্কি (রাশিয়া)
প্রথম হ্যাটট্রিক
:
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
প্রথম পেনাল্টি মিস
:
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
প্রথম আত্মঘাতি গোল
:
আজিজ বুহাদ্দুজ (মরক্কো)
প্রথম হলুদ কার্ড
:
আলেক্সান্ডার গোলভিন (রাশিয়া)
প্রথম লাল কার্ড
:
কার্লোস সানচেজ (কলম্বিয়া)
পঞ্চাশতম গোল
:
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)
একশতম গোল
:
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফেয়ার প্লের মাধ্যমে আউট হওয়া দল
:
সেনেগাল
দ্রুততম হলুদ কার্ড
:
জেসুস গালারডো (মেক্সিকো)
ভিআরএর মাধ্যমে প্রথম গোল
:
রাশিয়া-সৌদি আরব
ভিআরএর মাধ্যমে প্রথম পেনাল্টি
:
ফ্রান্স-অস্ট্রেলিয়া
বদলি হিসেবে নেমে গোল
:
আর্টেম জিউবা (রাশিয়া)
দ্রুততম পরিবর্তন
:
ডেনিস চেরিশেভ (রাশিয়া)
সর্বোচ্চ গোলদাতা
:
হ্যারি কেন (৫ গোল)
সর্বোচ্চ গোল প্রদানকারী দেশ
:
বেলজিয়াম ৯টি
কম গোল হজমকারী দেশ
:
একটি গোলও হজম করেনি উরুগুয়ে
সর্বোচ্চ গোলরক্ষাকারী
:
গুইলারমো ওচোয়া (১৭টি)
মোট গোল
:
১১৬টি
মোট হলুদ কার্ড
:
১৪৭টি
সর্বোচ্চ হলুদ কার্ড দেখা দল
:
পানামা (১১টি)
মোট লাল কার্ড
:
৩টি

Print Friendly, PDF & Email