যে ছবি রাখা যাবে না ফোনে
লাইফস্টাইল ডেস্ক: নিজের ফোন বলে আমারা অনেক ছবি তুলি এবং তা ফোনেই রেখে দেই। এমন কি নিজের একান্ত কিছু ছবিও ফোনে রাখেন অনেকে। কিন্তু যদি আপনার ফোন হারিয়ে যায় তবেই হতে পারে বিপদ! বিশেষ করে নারীদের ফোন চুরি বা হারিয়ে গেলে সহজেই সে ব্যক্তি পেয়ে যাবে ছবি। আর সে ছবি দিয়ে নানা ধরনের খারাপ কাজ করতে পারে। তাই সাবধান থাকতে হবে মোবাইলে ছবি রাখার ক্ষেত্রে।
যে কোনো ছবি দিয়েই করা যায় নানা খারাপ কাজ। কিন্তু মোবাইলে যদি খোলামেলা ছবি তুলে রেখে দেন তা খুবই বিপদজনক হয়ে যায়।
এই ছবিগুলো অনেক সময়ে সেই নারীর অজান্তেই চলে যায় পর্নোগ্রাফি সাইটে। আবার অনেক ক্ষেত্রে যে নারীর ফোন হারিয়ে যায় তাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইলও করে সে ব্যক্তি।
তাই বলে কি ছবি তুলবো না তা কি হয়! এর সবচেয়ে ভাল সমাধান হলো ছবি তুলে তা সাথে সাথে বা কিছুক্ষণ পর ডাটা ক্যাবল দিয়ে ল্যাপটপ বা কম্পিউটারে নিয়ে যাওয়া।
আর তা যদি না করেন তবে গুগল ক্লাউডে বা ফোনে যদি এমন কোনো ফিচার থাকে যাতে ছবি রেখে দেয়া যায় এবং অন্য কারো হাতেও পড়বে না সেটি ব্যবহার করুন। ব্যাস তাহলেই আপনি যে কোনো ধরনের বিপদ দিয়ে রক্ষা পাবেন।