ব্রিটেন অস্ট্রেলিয়াকে ২০ বিলিয়ন পাউন্ডে ৯টি যুদ্ধ জাহাজ দেবে
ইতালি ও স্পেনকে দরপত্রে হারিয়ে ব্রিটেন ২০ বিলিয়ন পাউন্ডে ৯টি যুদ্ধ জাহাজ সরবরাহের চুক্তি করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। ব্রিটেনের নতুন ধরনের টু সিক্স সাবমেরিন হান্টারস পছন্দ করেছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী। গত এক দশকে এটি সবচেয়ে বড় নৌ প্রতিরক্ষা চুক্তি। আগামী ২০২০ নাগাদ এসব যুদ্ধ জাহাজ অস্ট্রেলিয়ার নৌবাহিনীর সঙ্গে যুক্ত হবে এবং তা ২০৫০ সাল নাগাদ কার্যকরভাবে চালু থাকবে। ফিনান্সিয়াল টাইমস
আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া সম্প্রতি নিজস্ব মুদ্রায় যে ২’শ বিলিয়ন ডলারের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে ব্রিটেন থেকে এসব যুদ্ধ জাহাজ কেনা হচ্ছে। অস্ট্রেলিয়ার স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক মিখায়েল শোয়েব্রিজ বলেন, ব্রিটেন থেকে এধরনের যুদ্ধ জাহাজ কেনার মধ্যে কিছুটা আবেগ ও কৌশলগত বিষয় রয়েছে ব্রেক্সিটকে ঘিরে। দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা বিরাজ করছে। এটি ভবিষ্যতে যাতে আরো শক্তিশালী হয় এজন্যেই ব্রিটেন থেকেই যুদ্ধজাহাজ কিনছে অস্ট্রেলিয়া।