ভারতে ৬৩০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
অনলাইন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ৬৩০ বছরের পুরনো কোরআন শরীফের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।
প্রখ্যাত মুসলিম সাধক ও আলেম মাখদুম আলি মাহিম এর সমাধিস্থ কমপ্লেক্সে এই প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে। মাখদুম আলি মাহিম এ পাণ্ডুলিপিটি স্বহস্তে লিখেছেন।
আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা
১৩৭২ খ্রিস্টাব্দে জন্ম নেয়া মাখদুম আলি মাহিম ১৪৩১ সালে ইন্তেকাল করেন। ভারতে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেসময় তার অসংখ্য মুসলিম অনুসারী ছিলেন।এখনও তার সমাধিস্থল জিয়ারতে আসেন বিভিন্ন ধর্মের অসংখ্য মানুষ।
কোরআনের এ পাণ্ডুলিপিটি মাখদুম আলি মাহিম স্বয়ং নিজ হাতে লিখেছেন বলে তার অনুসারীরা দাবি করেছেন।
এ পাণ্ডুলিপিটির প্রত্যেক পৃষ্ঠায় ফার্সি ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য সংযোজিত রয়েছে। পাণ্ডুলিপিটি সমাধিস্থ কমপ্লেক্সে অতি যত্নসহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।