রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

‘বিজলী’ নিয়ে অস্ট্রেলিয়ায় ববি

বিনোদন ডেস্ক : আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘বিজলী’ ছবিটি। দেশের প্রথম সুপার হিরোইন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন ইয়ামিন হক ববি।

গতকাল সিডনি পৌঁছেছেন হালের এই আলোচিত নায়িকা। ছবিটি মুক্তির ১০ দিন আগেই অস্ট্রেলিয়ায় গেছেন ‘রাজত্ব’ খ্যাত নায়িকা।

অস্ট্রেলিয়া থেকে শুক্রবার দুপুরে ববি আরটিভি অনলাইনকে বলেন, ‘এখানে আমার বোন থাকে। তাই তো কিছুটা সময় হাতে নিয়ে এসেছি। বোনের দুই ছেলে হলো আমার কলিজার টুকরা। তারা দুজনেই খালামনি বলতে অজ্ঞান। এই সুযোগে তাদের সঙ্গেও বেশ আনন্দে সময় কাটানো যাবে।’

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

ববি বলেন, “অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ সিনেমার চারটি শো অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য দেশেও পর্যায়ক্রমে ছবিটি রিলিজ দেয়া হবে। আমি চাই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করা বাঙালীদের ছবিটি দেখার সুযোগ করে দিতে।”
‘বিজলী’ প্রযোজনা করেছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। গেলো পহেলা বৈশাখে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মডেল-অভিনেতা রণবীর। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপদান করেছেন জাহিদ হাসান, টাইগার রবি, শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলনসহ অনেকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন ববি। এরপর তার হাতে থাকা নোলক, বেপরোয়া ছবির গানের শুটিংয়ের প্রস্তুতি নেবেন বলে জানান এই নায়িকা।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ডিভোর্স নিয়ে যা বললেন শ্রাবন্তীর স্বামী

ভাঙছে অভিনেত্রী শ্রাবন্তীর সংসার

নির্মাতার সঙ্গে মেহজাবিনের বিয়ের গুঞ্জন

বিশ্বের সবচেয়ে দামি আম, একটির দাম ১৫০০ টাকা!

আর্জেন্টিনার বিদায়ে আবেগী তারকারা

কনটেইনার ট্রেনের ৯ বগী লাইনচ্যুত: ৫ সদস্যের তদন্ত কমিটি ,উদ্ধার কাজ চলছে