ব্রিটিশরা দিনে ২৭ বার মোবাইল ফোন চেক করে
দিনে ১৬ ঘন্টা পর্যন্ত মোবাইল ফোনে সময় ব্যয় করেন কোনো কোনো ব্রিটিশ নাগরিক। আপডেট দেখার জন্যে ‘স্ক্রিন ক্রেজি’ ব্রিটিশ নাগরিকরা অন্তত ২৭ বার দিনে মোবাইল চেক করেন। বছরে এ সংখ্যা ছাড়িয়ে যায় ১০ হাজার। এধরনের ব্রিটিশ নাগরিকরে ১৫ ভাগ ১৫ মিনিট পরপর তার মোবাইল ফোনের খোঁজ নেন। তিনজনের একজন স্বীকার করেন তারা মোবাইলে আসক্ত। এমনকি দিনের বেলা কাজের সময় বা কর্মক্ষেত্রে তারা মোবাইল ফোনে খোঁজ খবর নেন।
আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা
ব্রিটেনের এসএমএস মার্কেটিং নিয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান টেক্সটলোকালের এ জরিপে দেখা গেছে ৮৫ ভাগ ব্রিটিশ নাগরিকের স্মার্ট ফোন রয়েছে। গত ৫ বছরে স্মার্ট ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৩ সাল নাগাদ এর পরিমাণ ৯৩ ভাগে পৌঁছে যাবে। জরিপ এও বলছে, মোবাইল ফোনে কথা বলার চেয়ে বরং বিভিন্ন তথ্য জানার আগ্রহ অনেক বেশি। ১০ মধ্যে ৬ জন মোবাইল ফোনে প্রতিদিন কল করেন।
৯২ ভাগ ব্রিটিশ নাগরিকই বার্তা পাঠান, ৯১ ভাগ ছবি তোলেন ও ৮৬ ভাগ ইমেইল চেক করেন। ৬০ ভাগ অন্তত দিনে একবার কোনো কোনো বার্তা পাঠান। ৭৫ ভাগ ইন্টারনেট ব্রাউজ করেন নিয়মিত, ৬৭ ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখেন ও ৬১ ভাগ এসএমএস পাঠান। তিনজনের একজন প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমের খোঁজ নেন, বার্তা পাঠান। ডেইলি স্টার ইউকে