নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গুনিয়াউক ইউপির গুনিয়াউক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী পুকুরে। মৃতের নাম দিহান (৪)। সে গুনিয়াউক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার ও গুনিয়াউক গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে।পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মত মা নাজমা আক্তারের সাথে বিদ্যালয়ে যায় দিহান।
সবার অজান্তে বিদ্যালয়ের পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর পানি থেকে দিহানের লাশ উদ্ধার করে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকন উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ছবি সংযুক্ত