শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

দেশের মানুষের গড় আয়ু ৭২ বছর

২০১৬ সালের হিসাবে এক বছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। বুধবার (২৭ জুন) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে আমরা সার্বিক সাফল্যঅর্জন করছি। দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

Print Friendly, PDF & Email