শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ইউসুফ নবীর মাজারে ইসরায়েলি হামলা, ৫০ ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক: মঙ্গলবার জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে অবস্থিত ইউসুফ নবীর মাজারে হামলা চালিয়েছে ইহুদিরা। এ সময় প্রায় অর্ধশত ফিলিস্তিনি আহত হয়।

এই হামলায় ইসরায়েলি সেনাদের সহযোগিতা ছিল বলে জানা গেছে। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, পশ্চিম তীরের শতাধিক ইহুদি এ হামলায় অংশ নেয়। এ সময় ফিলিস্তিনি যুবকরা প্রতিরোধ গড়ে তুলে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস এবং বুলেট নিক্ষেপ করে। এতে ৫০ ফিলিস্তিনি আহত হয়। এ সময় বহু ফিলিস্তিনিকে সেনারা ধরে নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছর অন্তত ১২১০ বার ইসলামি ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনায় আক্রমণ করেছে ইসরায়েল।

Print Friendly, PDF & Email