শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

গ্রুপ পর্বে বাদ পড়াটা আর্জেন্টিনার সঙ্গে যায় না: মেসি

স্পোর্টস ডেস্ক: শুরুর ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র এরপর ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ তে হার, লিওনেল মেসি স্পষ্টতই চাপে ছিলেন। তবে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, এরপরও তারা বিশ্বাস করতেন বিশ্বকাপে তারা থাকছেন।

নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার পর মেসি বলেন, ‘গ্রপ পর্ব পার হতে পেরে ভালো লাগছে। এ জন্য বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু প্রথম পর্ব থেকেই বাদ পড়াটা আর্জেন্টিনার সঙ্গে যায় না। নাইজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর আমরা বেশ খুশি। আমরা জানতাম আমরা জিতব। কিন্তু এটা আমাদের জন্য এতটা কঠিন হবে আশা করিনি।’

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স। এই পর্বে সবকিছু নতুন করে শুরু করতে চান মেসি। তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ আজ শুরু হল।’ সূত্র: ইএসপিএন

Print Friendly, PDF & Email