শুক্রবার, ২৯শে জুন, ২০১৮ ইং ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শরীরের সুগন্ধি বেশিক্ষণ রাখবেন যেভাবে

অনলাইন ডেস্ক: প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার আগে ডিও বা সুগন্ধি ব্যবহার একবারেই অনিবার্য। ঘামের দুর্গন্ধের সঙ্গে লড়াই করার জন্য এটিই যেন একমাত্র অবলম্বন। তবে অনেকেরই অভিযোগ, শরীরে সুগন্ধি বেশিক্ষণ না থাকা নিয়ে। কী করলে অনেকক্ষণ সুগন্ধি দীর্ঘস্থায়ী হবে? আসুন তাহলে জেনে নেওয়া যাক করণীয়গুলো…
* সবচেয়ে বেশিক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখতে পারে চুল। বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্যি। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুণীতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।
* গলার দু’পাশে সুগন্ধি লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।
* কনুই আর কবজিও সুগন্ধি লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই অঞ্চলগুলোর উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।
*সম্ভব হলে পারফিউম স্প্রে করুন বুকে। তবে সরাসরি নয়। কমপক্ষে ১০ ইঞ্চি দূর থেকে স্প্রে করুন।
* সুগন্ধি লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা ভুল। সুগন্ধিকে নিজে নিজে শুকোতে দিন।
* সুগন্ধি লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।
* সুগন্ধি গোসলের পর লাগানোই সবচেয়ে ভাল।

Print Friendly, PDF & Email