৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » আশুগঞ্জ » আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা


আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা


Amaderbrahmanbaria.com : - ৩০.১০.২০১৬

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়েছে দেড় হাজার শিক্ষার্থী। রোববার দুপুরে উপজেলার লালপুর এসকে দাস চৌধূরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে করনিয় বিষয়ে এক কর্মশালায় এই লালকার্ড দেখিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. আসাদুজ্জামান।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএন আবুল খায়ের, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, লালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, ছাত্র মো. সামসুর রহমান ও ছাত্রী অর্পা দাস অমি প্রমূখ। কর্মশালায় বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রীরা বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখিয়ে আগামী দিনে এসকল কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিজ্ঞা করেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close