২রা নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ১৮ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরে বাড়িঘরে হামলা ভাচুংর বিজিবি মোতায়েন


ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরে বাড়িঘরে হামলা ভাচুংর বিজিবি মোতায়েন


Amaderbrahmanbaria.com : - ৩০.১০.২০১৬

আমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (৩০) নামে এক যুবককে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কয়েক শতাধিক ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ করে। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আব্দুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মা. নোমান আল হাবিবী, মুফতি আব্দুল হক, শিক্ষক আতাহার আলী, ইসলামী ছাত্র ঐক্যের সাবেক সভাপতি মাও. জুনায়েদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা, অবিলম্বে গ্রেফতারকৃতের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ফাঁসির দাবী জানান।উল্লেখ্য যে ফেসবুকে  পবিএ কাবা শরীফে ব্যঙ্গ ছবি দেওয়ার হরিবেড় গ্রামের রসরাজ কে জনতা গত শনিবার নাসিরনগর থানার পুলিশের কাছে সোর্পদ করেন। এছাড়া নাসিরনগরে কাবা শরীফ ব্যঙ্গ করে  ফেস বুকে ছবি দেয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং একাধিক বাড়িতে ও  মন্দিরে  হামলার ঘটনা ঘটেছে। অদ্ভুত পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে দুপুর পৌনে তিনটার দিকে পুলিশ ও বিজিবি চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে মুসল্লিরা ফেস বুকে ছবি আপলোড করা আটক হওয়া যুবকের শাস্তি ও ফাসিঁর দাবি করে ব্যাপক বিক্ষোভ শুরু করে। পরে আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। সমাবেশ থেকে একদল লোক বেশ কয়েকটি হিন্দু বাড়িতে ও মন্দিরে  হামলা ও ভাংচুর চালায়। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের  জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। আমরা আলেম-ওলামাদের বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শন করবো।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close