৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


মৃত্যুর অপেক্ষায় ৮৬ বাংলাদেশি বিদেশের কারাগারে


Amaderbrahmanbaria.com : - ০২.১১.২০১৬

ডেস্ক রির্পোট : বিদেশের কারগারে আটকে গেছে অসংখ্য বাংলাদেশির জীবন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মৃত্যুদ-ের অপেক্ষায় আছেন ৮৬ জন বাংলাদেশি। এদের মধ্যে কেবল সৌদি আরবেই বন্দি রয়েছেন ৩০ জন। ভূক্তভোগীরা বলছেন, দূতাবাসগুলোর অবহেলার কারণে ৬-৭ বছরেও মামলা নিষ্পত্তি করতে পারছেন না।
এক বাংলাদেশিকে আঘাত ও এক কুয়েতিকে খুনের অভিযোগে গত এক বছর ধরে কাতারের জেলে আটকে রয়েছেন নোয়াখালীর আবু সুফিয়ান। কুয়েতের আদালত ও বাংলাদেশের দূতাবাসের কাছে বহুবার খুনের কারণ ব্যাখ্যা করেছেন সুফিয়ান। এছাড়া খুনের বদলে দিতে চেয়েছেন ব্লাড মানিও। কিন্তু কাতারে সর্বোচ্চ আদালত তার মৃত্যুর আদেশ বহাল রেখেছেন।
দূতাবাসগুলোর প্রবাসী কল্যাণ ডেস্ক বলছে, ব্লাড মানি হয়ে থাকে ৫ থেকে ৭ কোটি টাকা পর্যন্ত। কর্মকর্তারা বলছেন, অপরাধীদের বেশিরভাগই খুন এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় মামলায় জেতা কঠিন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে আটক রয়েছেন, কুয়েতে ৮, দুবাইয়ে ২০, দুবাইয়ে ৬, বাহরাইনে ৩, জর্ডানে ৬ লেবাননে ১, ওমানে ৩, মালোয়েশিয়াতে ২, কাতারে ৬, আর মালদ্বীপে ১ জন বাংলাদেশি। মৃত্যুদ-ের অপেক্ষায় আছে।

 
সূত্র: একাত্তর টিভি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close