৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


মুক্ত রাহুল


Amaderbrahmanbaria.com : - ০৩.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বুধবার নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আত্মহত্যাকারী এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুলিশ রাহুলকে আটক করে।

অভিযোগ সেই সময়ে নাকি এক রোগীও হাসপাতালে প্রবেশ করতে চাইছিলেন। তাকেও পথ আটকায় পুলিশ। ঘটনার পরেই সাংবাদিকদের রাহুল জানান, ‘আমি কেবল মাত্র মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে আটকানো হল। এভাবেই কি নতুন দেশ তৈরি করছে বিজেপি?’

থানাতেও পুলিশকর্মীদের ভর্ৎসনা করেন রাহুল।

তিনি বলেন, ‘এভাবে কাউকে আটক করাটা অনৈতিক। আপনাদের লজ্জা হওয়া উচিত।’ রাহুল না ঢুকতে পারা কিছুক্ষণ পরেই হাসপাতালে গিয়েছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। পরে টুইটারে জানান, তাকেও মাঝপথে আটকেছে পুলিশ। ঢুকতে দেয়নি। সমস্ত ঘটনা সামনে আসতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘এক পদ এক অবসরভাতা নিয়ে মিথ্যা কথা বলছেন মোদি। যদি এক পদ এক অবসরভাতা কার্যকর হয়েই থাকে, তাহলে কিষাণ গারেওয়ালকে আত্মহত্যা করতে হল কেন? মোদির আমলেই সারা দেশ জুড়ে যত কৃষক ও সেনা জওয়ানের মৃত্যু হচ্ছে। এটাই কি নতুন ভারত?’

এদিকে ঘটনা নিয়ে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এম কে মিনা জানিয়েছেন, হাসাপাতালটা বিক্ষোভ করার জায়গা নয়। তাই কোনো রাজনৈতিক নেতাকেই সেখানে ঢুকতে দেয়া হবে না। পরে অবশ্য রাহুলকে ছেড়ে দেয়া হয়। রাহুলকে আটকানো নিয়ে বিশদে কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, ‘এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাই না। পুলিশ নিরাপত্তার জন্য যা ভাল মনে করেছে, সেটাই করেছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close