৬ই নভেম্বর, ২০১৬ ইং, রবিবার ২২শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল


এইচএসসি পরীক্ষা শুরু ৩ এপ্রিল


Amaderbrahmanbaria.com : - ০২.১১.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সূচি প্রকাশ করেছে।দেশের মোট ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছর ধরে এপ্রিলের এক তারিখ থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবার ৩ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হচ্ছে।
সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২০ জুনের মধ্যে।

অন্যদিকে শুধু মাদরাসা বোর্ডের প্রকাশিত রুটিনের কিছুটা সংশোধন আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (মাউশি) পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ।তিনি মঙ্গলবার বিকেলে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ডে সময়সূচি প্রকাশ করা হয়েছে। কিন্তু শুধু মাদরাসা বোর্ডের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে। আজই সংশোধন করে আবার প্রকাশ করা হবে।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close