৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


রংপুর রাইডার্সে ওপেনিং করবেন আফ্রিদি?


Amaderbrahmanbaria.com : - ০২.১১.২০১৬

স্পোর্টস ডেস্ক : শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। বিদেশি তারকারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন।

রংপুর রাইডার্স এবার দলে ভিড়িয়েছেন বিশ্বের নামকরা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। বুধবার বিকাল সাড়ে ৩টায় ঢাকায় আসছেন সাবেক এই পাক অধিনায়ক।

এদিকে পাক গণমাধ্যমকে আফ্রিদি জানিয়েছে, ‘রংপুর রাইডার্সের হয়ে ওপেনিং করতে পারেন তিনি। তাছাড়া রংপুর রাইডার্সের কর্মকর্তারাও তাঁকে ওপেনিং করাতে চান।

আফ্রিদি ছাড়াও বিপিএলে রংপুর রাইডার্সের হলে খেলবেন পাক ক্রিকেটার শারজিল খান, নাসির জামশেদ ও সচিত্র সেনানায়েকে। দেশি খোলোয়াড়দের মধ্যেও রয়েছে পূর্ণতা। সৌম্য সরকার, আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজীর মতো ক্রিকেটার নিয়ে দল গড়েছে রংপুর।

প্রসঙ্গত, উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ও নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানস। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ডিসেম্বর।

একনজরে রংপুর রাইডার্স :

সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান (বাংলাদেশ); শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড গ্লিসন (ইংল্যান্ড), নাসির জামশেদ (পাকিস্তান), সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা), গিহান রুপাসিঙ্গে (শ্রীলঙ্কা)।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close