৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণকারীর তালিকায় আনসারুল্লাহ


Amaderbrahmanbaria.com : - ০২.১১.২০১৬

নিউজ ডেস্ক : সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) সাংবাদিকদের স্বাধীনতা হরণকারী ৩৫ প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা, জঙ্গি ও অপরাধ সংগঠনের তালিকা প্রকাশ করেছে।

আরএসএফের এই তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশী সংগঠন হিসেবে আনসারল্লাহ বাংলা টিম (এবিটি) জায়গা পেয়েছে।

শীর্ষ দশ সাংবাদিক নিপীড়নকারীর মধ্যে এবিটি রয়েছে সপ্তম স্থানে। সংগঠনটি ২০১৩ সালের জানুয়ারি থেকে ধর্মনিরপেক্ষ ও মুক্তচিন্তার ব্লগারদের উপর হামলা এবং হত্যা করে আসছে বলে উল্লেখ করেছে আরএসএফ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা হরণকারী ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে আরএসএফ।

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি বন্ধের জন্য আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আরএসএফ  এ তালিকা প্রকাশ করে।

তালিকায় স্থান পাওয়া সাংবাদিক নিপীড়কদের মধ্যে সবার প্রথমে রয়েছেন মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসি।

শীর্ষ দশ নিপীড়নকারীর মধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো দ্বিতীয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনী তৃতীয়, মেক্সিকোর অপরাধ সংগঠন লস জেটাস চতুর্থ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পঞ্চম, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ষষ্ঠ, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ অষ্টম, তুর্কেমিনাস্তানের প্রেসিডেন্ট গুরবাংগুলি বারদিমুখাম্মেদভ নবম এবং বাহরাইনের বাদশা হামেদ বিন ইসলা আল খলিফা দশম স্থানে রয়েছেন।

এছাড়া তালিকায় আরও রয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফেওয়ার্কি, কংগোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ইসলামিক স্টেট (আইএস), সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়ে লং, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, ইয়েমেনের শিয়া গোষ্ঠী হুতি, সোমালিয়ার ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাব, আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় সংগঠন তালেবান, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুয়েন ফু ত্রং, কাজাখাস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, বুরুন্ডির প্রেসিডন্ট পিয়েরে এনকুরুনজিজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা, চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ, তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তায়িপ এরদোগান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, সৌদি আরবের বাদশা সালমান বিন আবদেল আজিজ আল সাউদ, দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির, গিনির প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং এনগুয়েমা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহাইয়া জামেহ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close