সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলের কুট্ট্রাপাড়া মোড়ে যাত্রীবাহী দুটি কোচ উল্টে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গত বুধবার গভীর রাতে মহাসড়কের উপর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলাও হয়েছে। বর্তমানে দুমড়ে মুচড়ে যাওয়া কোচ দুটি বিশ্বরোড হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৩০) ও মামুন পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-১৮১৩) কোচ দুটি একটু আগে পিছে ছেড়ে আসে। এক সময় উভয় কোচই আগে যাওয়ার প্রতিযোগীতায় মনোনিবেশ করে। রাত পোনে ১২টার দিকে কুট্ট্রাপাড়া মোড় আসার পর দুটি কোচের সংঘর্ষে বিকট শব্দে যাত্রীদের নিয়েই উল্টে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন দৌঁড়ে আসে। কোচের ভিতর আটকে যাওয়া লোকজনের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। অন্ধকারের মধ্যেই টর্চের আলোর সাহায্যে আহত যাত্রীদের কোচের ভিতর থেকে উদ্ধার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জেলা সদর হাসপাতালে ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। নারী পুরুষ ও শিশুসহ আহত হয়েছে অর্ধশতাধিক যাত্রী।
বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় আহত যাত্রীরা বিশেষ করে শিশুরা ভয়ে চিৎকার করছিল। পাশের লোকজনকে ডেকে এনে উদ্ধার হাসপাতালে পাঠিয়েছি। কোচ দুটি থানায় আটক রয়েছে। যাত্রী ঢাকার কামরাঙ্গির চরের হোসেন মিয়ার ছেলে হানিফ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।