g বায়ু দূষণ: ভারত-পাকিস্তানে হাজার হাজার স্কুল বন্ধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১২ই নভেম্বর, ২০১৭ ইং ২৮শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বায়ু দূষণ: ভারত-পাকিস্তানে হাজার হাজার স্কুল বন্ধ

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৯, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলের একটি বড় অঞ্চলজুড়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো মারাত্মক বিষাক্ত ধোঁয়াশা অব্যাহত রয়েছে। এর ফলে কর্তৃপক্ষ স্কুলসমূহ বন্ধ করে দিয়েছে।

চিকিৎসকরা এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে ঘোষণা করেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

পাঞ্জাব সরকার জানিয়েছে, তারা রাজ্যের ২৫ হাজার স্কুলের সবগুলো বন্ধ করে দিয়েছে। দূষিত বাতাস উত্তর ভারত ও পাকিস্তানের কিছু অংশ ঢেকে রেখেছে।

দিল্লী কর্তৃপক্ষ রোববার পর্যন্ত ছয় হাজার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এর একদিন পর পাঞ্জাব সরকারের ঘোষণাটি এলো।

এ জাতীয় আরও খবর