g সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ শঙ্কায় ইতালি

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ গোলে হেরে গেছে ইতালি। এর ফলে ১৯৫৮ সালের আবারও আবারও বিশ্বকাপে খেলতে না পারার শঙ্কায় পড়ে গেছে কয়েকবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, এই জয়ে ২০০৬ সালের পর আবারও বিশ্বকাপে খেলার আশা দেখছে সুইডেন।

শুক্রবার রাতে সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে যায় ইতালি। যদিও ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে বক্সের মধ্যে থেকে আন্দ্রেয়া বেল্লোত্তির হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়া। এরপরই অবশ্য সুইডেনের মিডফিল্ডার ওলা তোইভোনেনের জোরালো শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে প্রথম ১০ মিনিটে দুটি সুযোগও তৈরি করেছিল ইতালি। তবে সুইডেনের গোলে বল জড়াতে পারেনি তারা। এরই মাঝে ৬১ মিনিটে এগিয়ে যায় সুইডেন। যদিও নয় মিনিট পর গোলের সহজ একটা সুযোগ তৈরি হয়েছিল।

তবে ডিফেন্ডার মাত্তেও দারমেইনের বিদ্যুৎ গতির শট পোস্টে লেগে ফিরে আসে।

এখন যা অবস্থা, তাতে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট পেতে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতে লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।