g সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় ৫.৬ ট্রিলিয়ন ডলার! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় ৫.৬ ট্রিলিয়ন ডলার!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত যুদ্ধের পিছনে আমেরিকা খরচ করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ ৬০ হাজার কোটি ডলার। নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যুদ্ধ-ব্যয়ের বিষয়ে যে দাবি করে থাকে নতুন গবেষণা প্রতিবেদনের এ হিসাব তার চেয়ে অনেক বেশি।

চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন বলেছিল- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত তারা ১.৫ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। কিন্তু ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বলছে- এ সময়ে আমেরিকা যুদ্ধের জন্য ব্যয় করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার। এই হিসাব অনুসারে প্রতিটি মার্কিন নাগরিককে এই পর্যন্ত যুদ্ধের জন্য ২৩ হাজার ডলার করে দিতে হয়েছে। এসব অর্থ তারা সরকারকে ট্যাক্স হিসেবে দিয়েছে।

এই গবেষণায় শুধু মার্কিন সামরিক বাহিনী পক্ষ থেকে খরচ করা অর্থ আমলে নেওয়া হয় নি বরং প্রাক্তন সেনা বিষয়ক বিভাগ, হোম্যলান্ড সিকিউরিটি অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের জন্য যেসব সম্পদ নিযুক্ত করা হয়েছে সেসবও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ব্যয় মেটাতে গিয়ে মার্কিন সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ঋণ নিতে হয়েছে। আর এসব অর্থের বেশিরভাগ ব্যয় হয়েছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে।

এ জাতীয় আরও খবর