নগ্ন হতে চান সোফিয়া
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭
---
বিনোদন ডেস্ক : বিগবসের ঘর মানেই তুমুল ঝগড়া, জোরদার প্রেম, আর বেশি বেশি দুষ্টুমি৷ আর এই তালিকায় বাদ যাননি কেউ৷ তবে সবাইকে টেক্কা দিলেন ব্রিটিশ গায়িকা সোফিয়া হায়াত৷ গপ্পোটা হল, বিগবসে চার জন পুরুষের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে সোফিয়া দিব্যি বাড়িয়ে চলেছেন নিজের টিআরপি৷ ঝগড়াতেও ছিলেন সিদ্ধহস্ত৷
ঠিক এমনি সময়ই সবার সামনে বিগবসকে বলে উঠলেন, এরপর তার মাথা গরম হলে সব পোশাকই খুলে ফেলে নগ্ন হয়ে দাঁড়িয়ে পড়বেন ক্যামেরার সামনে৷ তবে এই কাজটি পুরোটি না করলেও, অল্প-স্বল্প রেখেছেন কথা৷ সম্প্রতি বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে সোফিয়া খুলে ফেললেন পোশাক৷ তবে টু-পিস বিকিনি পরে ঝাপ দিলেন সুইমিং পুলে৷ সোফিয়ার কথায়, ‘ইটস জাস্ট আ ওয়ার্নিং!’