টস জিতে বোলিংয়ে ঢাকা
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭
---
স্পোর্টস ডেস্ক :সিলেট পর্ব শেষ করে শনিবার ঢাকায় ফিরেছে এবারের বিপিএল। আর শেরে-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়ানামাইটসের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স।
বিপিলে ৪ ম্যাচে ম্যাচে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট সিক্সার্স। অন্যদিকে ঢাকা ডায়নামাইটস রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। নিজেদের দুই ম্যাচের একটিতে জয় অপরটিতে হেরেছে তারা।
বিপিএলের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক সিলেটের বিপক্ষে হেরেছিল ঢাকা ডাইনামাইটস। আজ প্রতিশোধের ম্যাচে মাঠে নেমেছে তারা। টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।