আশুগঞ্জে আওয়ামীলীগের আনন্দ র্যালী
---
আশুগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষন বিশ্ব প্রামান্য ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ায় ও জননেত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হওয়ায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হেবজুল বারী, নাছির মিয়া, মোশারফ হোসেন মুন্সী, মুনির শিকদার, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ুব খান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক জৌসনা চৈৗধূরী, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার, সদস্য সচিব শাহিন আলম বকশি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে এদেশের জন্ম হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।