g সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার এলো লাদেনের নাম | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার এলো লাদেনের নাম

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার জড়িয়ে গেল ওসামা বিন লাদেনের নাম। দুর্নীতি, স্বজনপোষণ ও আরও নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের বেশ কয়েকজন রাজপুত্রকে।

রাজপরিবারের অনুমোদিত ঠিকাদারী সংস্থা চেয়ারম্যান‌ বকর বিন আলদিনকেও এবার গ্রেফতার করা হল।
তার বিরুদ্ধে অভিযোগ, লাদের জীবিত থাকার সময় তাকে অর্থ সাহায্য করেছিল বকর। এবং সেই অর্থ সে সরিয়েছিল রাজ পরিবারের তহবিল থেকে। মক্কা ও মদিনায় নানা নির্মাণ কাজেও অর্থ সরানোর অভিযোগ রয়েছে বকরের বিরুদ্ধে। সব মিলিয়ে বকরের আর্থিক দুর্নীতির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে রাজপরিবারের হয়ে সমস্ত নির্মাণকার্যের ঠিকাদারির কাজ করছিল লাদেনের সৎ ভাইয়ের সংস্থা। রাজপরিবারের সঙ্গে বকরের অত্যন্ত সখ্য ছিল। কিন্তু রাজপুত্র সালমান ক্ষমতায় আসার পরে দুর্নীতি রোধে ব্যাপক ধরপাকড় শুরু করেন। অন্য কয়েকজন রাজপুত্রের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মচারীকেও বরখাস্ত বা গ্রেফতার কিংবা দুটোই করা হয়।

এ জাতীয় আরও খবর