g লেবাননের প্রধানমন্ত্রীকে কি আটকে রেখেছে সৌদি আরব! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

লেবাননের প্রধানমন্ত্রীকে কি আটকে রেখেছে সৌদি আরব!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :সদ্য পদত্যাগ করা লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে। সৌদি আরবে অবস্থান করা হারিরির চলাফেরা ও যোগাযোগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেছে হারিরির মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের একটি সূত্র।

খবর-সিএনএন’র।

সূত্রটি আরও জানায়, সাদ হারিরির সঙ্গে তার মন্ত্রিসভা এবং রাজনৈতিক দলের কেউ যোগাযোগ করতে পারছেন না। সেখানে তাকে নিয়ে কী হচ্ছে তা নিয়ে চিন্তিত নেতারা। এসব নেতাও সৌদিপন্থি।

ফলে সাদ হারিরিকে সৌদি আরব আটকে রাখা হয়ে থাকতে পারে বলে জল্পনা চলছে।

এর আগে, গত শনিবার সৌদিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ বলেছে, লেবাননে সৌদি আরবের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

এ জাতীয় আরও খবর