g চুরির কফি খেয়ে ৬ মাসের বানরের মৃত্যু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

চুরির কফি খেয়ে ৬ মাসের বানরের মৃত্যু

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

অনলাইন ডেস্ক : ৬ মাসের দুষ্টু বানর এক পর্যটকের বাইকের মধ্যে লাফিয়ে পড়ে তার হাত থেকে কফি চুরি করে পালিয়ে যায়। এরপর চুরি করা সেই কফি খেয়ে মৃত্যু হয় সেই বাচ্চা বানরের।
গত বুধবার ব্যাংককের ব্যাং খুন থিয়েন জেলাতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, এরপর কফিটি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে বানরটি। অসুস্থ অবস্থায় বানরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কার্বনের সলুউসন এবং স্যালাইন দিয়ে বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়।

সূত্রের খবর, পুরুষ বানরটি সেই পর্যটকের কফি খাওয়া অনুকরণ করতে গিয়ে চুমুক দিয়ে বেশি কফি খেয়ে ফেলাতেই এই বিপত্তি হয়েছে। বানরটিকে সম্পূর্ণ সুস্থ না করেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। একজনের ওপর দায়িত্ব দেওয়া হয়, বানরটিকে নজরে রাখতে। কিন্তু বুধবার বিকেলে বানরটি মারা যায়।

এ জাতীয় আরও খবর