২৩ শর্তে বিএনপিকে জনসভার অনুমতি
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : ২৩ শর্তে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।
প্রসঙ্গত, ৭ নভেম্বর উপলক্ষে ১২ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার।