আখাউড়ায় ছাত্রীর বিষপানে আত্মহত্যা
---
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পরিবারের সাথে অভিমানে বিষপানে তানিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়। সে উপজেলার নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। নিহত তানিয়া অত্র পৌর শহর তারাগন গ্রামের মোঃ জসিম উদ্দিনের কন্যা।
পুলিশ ও পারিবারিক সূএে জানা যায়, সে অভিমান করে কাউকে না জানিয়ে জমিতে দেওয়ার কীটনাশক পান করে।তখন বিষয়টি টের পেয়ে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আছে। বিষয়টি আমরা তদন্ত করছি।