g মোশাররফের নেতৃত্বে পাকিস্তানে মহাজোট, শিগগিরই ফিরবেন দেশে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মোশাররফের নেতৃত্বে পাকিস্তানে মহাজোট, শিগগিরই ফিরবেন দেশে

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ছোট ও মাঝারি পর্যায়ের ২৩ দল নিয়ে মহাজোট গঠনের ঘোষণা দিয়ে শিগগিরই দেশে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক পারভেজ মোশাররফ।

মহাজোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান আওয়ামি ইত্তেহাদ (পিএআই)। এর নেতৃত্ব দেবেন মোশাররফ এবং জোটের মহাসচিব করা হয়েছে ইকবাল দারকে।

দুবাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মহাজোটের ঘোষণা দেওয়ার সময় স্বেচ্ছায় নির্বাসিত মোশাররফ বলেন, মুহাজির (অভিবাসী) সম্প্রদায়ের প্রতিনিধিত্বসহ সব দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও পাকিস্তান সারজামিন পার্টিকে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জোটের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, সব দল একটি দল ও প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এদিকে, পাকিস্তানের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে কয়েক দিন শোনা যাচ্ছে, এমকিউএম পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোশাররফ। ভিডিও কনফারেন্সে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি সংখ্যালঘু, জাতিগত দলের প্রধান হওয়ার ভাবনা উদ্ভট বিষয়!’

এ সম্পর্কে তিনি আরো বলেন, যা ভাবা হয়, প্রকৃতপক্ষে এমকিউএম তার চেয়ে অর্ধেক। ‘দলটির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে চিন্তিত। দলটি যদি ঐক্যবদ্ধ থাকেও, তাহলেও ফারুক সাত্তার বা মুস্তাফা কামালকে সরিয়ে অন্য কাউকে আনায় আমার কোনো আগ্রহ নেই।’

মোশাররফ আশা প্রকাশ করেন, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদের নেতা চৌধুরী সুজাত ও চৌধুরী পারভেজ এলাহি তার জোটে যোগ দেবেন। তিনি আরো বলেন, ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তানের এমন একটি গোষ্ঠীর সঙ্গে যোগ দেওয়া উচিত, যারা পাকিস্তানকে এগিয়ে নেবে। তবে তিনি অভিযোগ করেন, ইরমান খান শুধু নিজের দলের কথা ভাবেন।

দেশ ত্যাগে নিষেধাজ্ঞার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হলে গত বছর মার্চ মাসে দুবাই যান মোশাররফ। সেখানে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে পাকিস্তানে মামলা চলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন তিনি। তবে শনিবার ভিডিও কনফারেন্সে বলেছেন, উপযুক্ত সময়ে পাকিস্তানে ফিরবেন।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর