২০ বিয়ে করে প্রতারণার অভিযোগ বাংলা ছবির নায়িকার বিরুদ্ধে (ভিডিও)
---
বিনোদন ডেস্ক :একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা নামের এক তরুণীর বিরুদ্ধে। যিনি নিজেকে বাংলা সিনেমার নায়িকা হিসেবে পরিচয় দেন।
যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি তাকে। অনেকে দেখলে হয়তো চিনবেনই না। যার প্রধান শখ বিয়ে করা। আর উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। এরপর মামলা, অতঃপর দেনমোহর নিয়ে ছিটকে পড়া। এখন পর্যন্ত তার ২০টি বিয়ের অভিযোগ পাওয়া গেছে।
পরিচয় দেন বাংলা সিনেমার নায়িকা। যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি। অনেকে দেখলে হয়তো চিনবেনই না। প্রধান শখ, বিয়ে করা। উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা। হাতিয়ার: মামলা ও দেনমোহর। এটা সিনেমা জগতের নায়িকার কথা না; বলছি বাস্তবের এক খলনায়িকার কথা। এখন পর্যন্ত যার বিবাহিত স্বামীর সংখ্যা-ই ২০ জন। জেলায় জেলায় বিয়ে করা সেই পাত্রীর নাম ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা। তার প্রতারণার আদ্যোপান্ত জানাচ্ছেন মির্জা রুমন, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার।
Posted by NEWS24 on Friday, November 10, 2017