g ‘বেপরোয়া’ ববি | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘বেপরোয়া’ ববি

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন ছবি ‘বেপরোয়া’ নিয়ে। ছবিতে তার বিপরীতে রয়েছেন নবাগত রোশান। এখন হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।

ববি বলেন, ‘এরই মধ্যে বেশির ভাগ শুটিং শেষ করেছি। ১২ নভেম্বর দেশে ফিরব। তবে গান ও অল্প কিছু অংশের শুটিং বাকি থাকবে। কাজটি করে খুব ভালো লেগেছে। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

এর আগে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবির শুটিং গত সেপ্টেম্বরে এফিডিসিতে শুরু হয়। এ মাসের ৭ তারিখ শুটিং শুরু করলেও শেষে বন্ধ হয়ে যায়। কলকাতার নির্মাতা-টেকনিশিয়ানরা ওয়ার্ক পারমিট ছাড়া শুটিং করায় পুলিশ এসে শুটিং আটকে দেয়। ববি-রোশান ছাড়াও ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।