শুক্রবার, ২রা নভেম্বর, ২০১৮ ইং ১৮ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

স্তন ক্যান্সারের এই উপসর্গগুলো দেখছেন না তো?

অনলাইন ডেস্ক : নারীদের স্তন ক্যান্সার এখন প্রচুর সংখ্যায় বেড়ে গেছে। এখনো অনেক নারীরাই এই বিষয়ে একেবারেই সচেতন নয়। শরীরে এই রোগের লক্ষণ দেখেও লজ্জায় পরিবারের কাউকেই জানান না তারা। এই ধরনের মারাত্নক ভুল না করে দেখুন নিজের উপসর্গগুলো আপনি দেখতে পান কিনা।

রোগের উপসর্গঃ

বিশেষজ্ঞদের মতে, ব্যথাহীন মাংসপিণ্ড বগল অথবা স্তনে জন্ম নেয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ।

অনেকের ক্ষেত্রেই স্তনবৃন্ত থেকে হলদেটে তরল বের হয়।

স্তনবৃন্ত এক দিকে ঝুলেও পড়তে পারে। এছাড়া অনেকের স্তনবৃন্ত থেকে রক্তও পড়তে পারে।
সচেতনতাঃ চিকিৎসকদের পরামর্শ, বয়স ৪০ পেরোলেই হাতের তালু দিয়ে মাঝে মাঝেই চেপে দেখুন স্তন ও বগল। কোনো মাংসপিণ্ডের উপস্থিতি টের পেলে বা স্তন বড় হয়েছে বুঝলেই চিকিৎসকের কাছে যান। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই ক্যান্সার সম্পূর্ণ ভাবে সেরে যায়। তাই দেরি করার মতো ভুল করবেন না।