শনিবার, ৩রা নভেম্বর, ২০১৮ ইং ১৯শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ধুলোর মতো সব উড়ে যাবে: মান্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে কোনো লাভ নেই উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৫ বছরের সাজা ১০ বছর করে আর নতুন সাজা ৭ বছর করে কিছুই করা যাবে না। ৭ দিনের মধ্যে ধুলোর মতো সব উড়ে যাবে।রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির গণঅনশনে যোগ দিয়ে বৃহস্পতিবার বিকালে মান্না এসব কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা বাড়ানোর প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করব আজ। দুর্ভাগ্যের বিষয় সন্ধ্যায় যাব কথা বলতে আর ৩টার সময় আপনারা এখানে অনশন করছেন। তার মানে আরও নির্যাতন বাড়িয়ে দেয়া হচ্ছে।’

সংলাপ নিয়ে মান্না বলেন, ‘আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। সংলাপের নামে কোনো ধাপ্পাবাজি চলবে না। খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়ে তফসিল ঘোষণা করতে হবে।’
সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

শর্তসাপেক্ষে নির্বাচনে যেতে রাজি যুক্তফ্রন্ট

যুক্তফ্রন্টের অনেক দাবির সঙ্গেই সরকার একমত: ওবায়দুল কাদের

‘ইভিএম দিয়ে ডিজিটাল ভোট ডাকাতির পাঁয়তারা হচ্ছে’

‘নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব’

আ’লীগ-ঐক্যফ্রন্ট সংলাপ, যা বললেন বিশ্লেষকরা

যে কারণে গণভবনে আসেননি মাহী

সংলাপে যেসব দাবি জানালো যুক্তফ্রন্ট

‘ফখরুল সাহেব সম্ভবত রিচ ফুড খান না’