শনিবার, ৩রা নভেম্বর, ২০১৮ ইং ১৯শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সাকিব নাকি মাশরাফি কে সেরা? যা বললেন কোচ

হেড কোচের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করা হয়েছে স্টিভ রোডসের। দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে দুই অধিনায়ককে খুব কাছ থেকে দেখেছেন এই ইংলিশম্যান। প্রায় ছয় মাস কাজ করার পর নিজ অভিজ্ঞতা থেকে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী যোগ্য।

বাঁহাতি এই অলরাউন্ডারকে তাঁর কাছে সব থেকে বেশী ট্যাকটিকাল মনে হয়েছে। তবে সাকিবকে সব থেকে যোগ্য মনে হলেও ওয়ানডে দলপতি মাশরাফি’র অধিনায়কত্বেও প্রভাভিত হয়েছেন তিনি। কাপ্তান মাশরাফিকে যোদ্ধা বলে আখ্যায়িত করেছেন রোডস।ওয়ানডে দলপতির সঙ্গে কাজ করাটা উপভোগ করেন তিনি। দলকে সামনে থেকে দারুণ ভাবে নেতৃত্ব দিতে পারেন মাশরাফি জানিয়েছেন এই ইংলিশম্যান।

সংবাদমাধ্যমকে রোডস বলেন, ‘এখন পর্যন্ত সাকিবকে আমি সব থেকে বেশি যোগ্য হিসেবে খুঁজে পেয়েছি কাজ করার ক্ষেত্রে। আমি এর আগেও অনেক অধিনায়কের সাথে কাজ করেছি। তবে সাকিব হল সব থেকে সেরা ট্যাকটিক্যাল অধিনায়ক যার সাথে আমি কাজ করেছি। তাঁর অসামান্য স্ট্রেন্থ রয়েছে।’

মাশরাফির ব্যাপারেও টাইগার কোচ বলেন, ‘ম্যাশও দারুণ একজন মানুষ কাজ করার জন্য। সে সাকিবের থেকে ভিন্ন, সে প্যাশন এবং প্রাইডের জন্য খেলে। সাকিবও সেটি করে, তবে ম্যাশ সেটি প্রকাশ করতে পারে। সে ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং সে ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পারে। সে একজন একজন যোদ্ধা এবং দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমি ম্যাশের সাথে কাজ করতে উপভোগ করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রসঙ্গে কোচ বলেন, ‘এখন রিয়াদ আমার জন্য নতুন অধিনায়ক। প্রাথমিক অভিজ্ঞতা দারুণ। দল নির্বান ও অন্যান্য ভাবনা নিয়ে ছোট্ট একটি মিটিং হয়েছে ওর সঙ্গে। আশা করি নির্বাচকেরা সেই পথেই এগোবে। তবে সবকিছুই দ্রুত হয়েছে, আমার মনে হলো, বাহ, ভালো তো! আজকে রিয়াদ, আমার ও অ্যানালিস্টের আরেকটি মিটিং আছে। আরও ভালো বুঝতে পারব।’