একদিনের ক্রিকেটকে বিদায় আজহার আলীর
স্পোর্টস ডেস্ক : সবশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর আর সুযোগ হয়নি পাকিস্তানের ওয়ানডে দলের হয়ে খেলার। আগামী ২০১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে যে খেলবেন তারও কোনও সংকেত পাচ্ছেন না এই ব্যাটসম্যান।
তবে পাকিস্তানি গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে টেস্ট খেলায় মনোযোগ দিতেই আজহার আলী এমন সিদ্ধান্ত নিচ্ছেন।
৩৩ বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের পাকিস্তান ওয়ানডে দলে অভিষেক হয় ২০১১ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই আট বছরের ক্যারিয়ারে খেলেছেন ৫৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ৩৬.৯ রান গড়ে ১৮৪ রান নিয়েছেন ৫৩ ইনিংসে। আছে তিনটি শতক আর ১২টি অর্ধশতক।
এদিকে আজহার আলীর ঘনিষ্ঠ সূত্র পাকিস্তানের গণমাধ্যমকে জানিয়েছে, টেস্ট ক্রিকেটে অধিক মনোযোগ দিতেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন আজহার আলী।
ঘনিষ্ঠ সূত্র এও বলেন, আজহার মনে করেন দলের তরুণরা এখন খুব ভালো ক্রিকেট খেলছে ওয়ানডেতে। তারাই দলকে অনেকদূর এগিয়ে নিতে পারবে। ওয়ানডে ছাড়লেও এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি আজহার আলীর। টেস্টে খেলেছেন ৬৭টি ম্যাচ।