গণভবনের সামনে যুবকের আকুতি
নিউজ ডেস্ক : আর কিছুক্ষণ পরই গণভবনে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৈঠকের কিছুক্ষণ আগে গণভবনের সামনে দেখা গেল এক যুবককে। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে কার্যকর ফলপ্রসু সংলাপ চাই।
কাছে গিয়ে কথা হলো সেই যুবকের সাথে। নাম তার মোখলেসুর রহমান সাগর। পড়েন তেজগাঁও কলেজে। মাস্টার্স শেষ বর্ষের ছাত্র তিনি।
জানালেন নিজ উদ্যোগেই এখানে এসেছেন তিনি। আসন্ন নির্বাচনে নিয়ে দেশের মানুষের মধ্যে যে উৎকণ্ঠা তা কেবল দূর করতে পারে একটি ফলপ্রসূ সংলাপ। সেই সংলাপের সফল করার দাবিতেই গণভবনের সামনে অবস্থান নিয়েছেন তিনি।
উল্লেখ্য ড. কামাল হোসেনের নেতৃত্বে আজকের সংলাপে অংশ নেবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, আওম সফিক উল্লাহ, মোতাব্বের খান।
সংলাপে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।