সংলাপে যেসব খাবার খেতে চায় বিকল্পধারা
নিউজ ডেস্ক : বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে শুক্রবার (২ নভেম্বর) সংলাপে বসবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭ টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপের নৈশভোজে ৫ পদের খাবার খেতে চেয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক জানান, ‘সংলাপে বি. চৌধুরী নৈশভোজে খাবারের তালিকা দিয়েছেন। সেখানে সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, সিম, আলু ভাজি, যেকোনও মাছের ঝোল ও মসুর ডাল রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের ১৬ জন নেতা সংলাপ করবেন। আমরা নেতাদের নামের তালিকা ও খাবাবের মেন্যু আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দিয়ে এসেছি।’
এর আগে, গত ২৯ অক্টোবর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল যুক্তফ্রন্ট। এরপর রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আওয়ামী লীগের দুই নেতা প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি বি. চৌধুরীর বারিধারার বাসায় পৌঁছে দিয়ে আসেন। বাংলা ট্রিবিউন