শনিবার, ৩রা নভেম্বর, ২০১৮ ইং ১৯শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

শেষ পর্যন্ত সংলাপের নৈশভোজে জায়গা করে নিল কোন কোন খাবার?

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে বলেন, আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন গণভবন মানে জনগণের ভবনে। গণভবনে আপনাদেরকে স্বাগত জানাই। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচিত সংলাপ পরবর্তী নৈশভোজে খাবারের তালিকা কেমন হবে? অতিথিদের জন্য কী কী খাবার থাকবে সেখানে? পাঠক দেখে নিন সেই তালিকায় কোন কোন খাবার রয়েছে।

সেখানে থাকছে, সুইট অ্যান্ড সাওয়ার কর্ন স্যুপ, মিক্সড নুডলস (চিংড়ি ছাড়া), মিক্সড সবজি, বিফ শিক-কাবাব, মাটন রেজালা, চিকেন ইরানি কাবাব, চিতল মাছের কোপ্তা কারী, রুই মাছের দোপেঁয়াজা, মোরগ পোলাও, বাটার নান, সাদা ভাত, দই, চিজ কেক, মিক্স সালাদ, কোক ক্যান, চা/কফি ও পাটিসাপটা পিঠা।

এছাড়াও থাকছে তরমুজ, জলপাই, মাল্টা, আনারসের ফ্রেশ জুস। মিক্স গ্রিন সালাদ এবং চিকেন ক্যাশুনাট সালাদও থাকছে খাবারের তালিকায়।গণভবনের একটি সূত্র জানিয়েছে, এসব খাবারের বেশিরভাগই আসবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। কিছু আসবে অবকাশ রেস্টুরেন্ট থেকে। আর চিজ কেক আসার কথা রয়েছে হোটেল র‍্যাডিসন থেকে।