প্রধান কোচের চোখে তিন অধিনায়কের মূল্যায়ন
স্পোর্টস ডেস্ক : গত এক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটে তিন অধিনায়ক দৃশ্যমান। ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজা, টেস্ট এবং টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান। সাকিব একাধিকবার ইনজুরিতে পড়ায় বদলি হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এই তিন অধিনায়কের সঙ্গেই কাজ করে যাচ্ছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস। তিনজনই তাকে মুগ্ধ করেছে। তাহলে রোডসের মুখেই শোনা যাক।
ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোশাকের অধিনায়ক সাকিবকে পেয়েছেন স্টিভ রোডস। আজ বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোডস সাকিবকে নিয়ে বললেন, ‘এখনও পর্যন্ত যা মনে হয়েছে, একসঙ্গে কাজ করার জন্য সাকিব দুর্দান্ত অধিনায়ক। আগে অনেক অধিনায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। সাকিব এখনও পর্যন্ত আমার দেখা সেরা ট্যাকটিকাল অধিনায়ক। ওর দারুণ কিছু শক্তির দিক আছে। আমিও ওর কাছ থেকে শিখি।’
ক্যারিবীয়দের বিপক্ষে ওই সফরের ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্ব দেখেছেন রোডস। জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে টাইগার কোচের ভাষ্য, ‘ম্যাশ অসাধারণ একজন মানুষ। সাকিবের চেয়ে ও আলাদা, অনেক প্যাশন ও গর্ব নিয়ে খেলে সে। এমন নয় যে সাকিব তা করে না, তবে ম্যাশ বেশি ফুটিয়ে তুলতে পারে। দলের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে সে এবং সবার কাছ থেকে সেরাটা বের করে আনে। সে একজন যোদ্ধা, দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে দলকে। ওর সঙ্গে কাজ করতে উপভোগ করি আমি।’
অধিনায়ক হিসেবে মাহমুদ উল্লাহর সঙ্গে এখনও কাজ করা হয়নি রোডসের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদ উল্লাহ। অনুশীলন এবং টিম মিটিংয়ে বাংলাদেশ জাতীয় দলের এই অন্যতম ব্যাটিং স্তম্ভকে নিয়ে বেশ খুশি রোডস। প্রথম টেস্টের মাঝেই পুরোপুরি হয়তো বুঝে যাবেন তিনি।
রিয়াদকে নিয়ে রোডস বলেন, ‘এখন রিয়াদ আমার জন্য নতুন অধিনায়ক। প্রাথমিক অভিজ্ঞতা দারুণ। এর মাঝেই দল পরিচালনা এবং অন্যান্য ভাবনা নিয়ে ছোট্ট একটি মিটিং হয়েছে ওর সঙ্গে। আশা করি নির্বাচকেরা সেই পথেই এগোবে। তবে সবকিছুই দ্রুত হয়েছে। আমার মনে হলো, বাহ, ভালো তো! আজকে রিয়াদ, আমার ও অ্যানালিস্টের আরেকটি মিটিং আছে। আরও ভালো বুঝতে পারব।’