নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জিম্মি অবস্থায় উদ্ধার হওয়া হাসনাত করিমের বাবা রেজাউল করিম মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক হওয়ার পর গত কয়েকদিন ধরে তিনি অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসনাত করিমের স্ত্রী শারমীনা করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জিম্মি অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসনাত করিমকে গুলশান হামলা মামলায় প্রথমে ৫৪ ধারায় ও পরে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়। হাসনাত বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। স্ত্রী শারমীনা করিম ও দুই সন্তানকে নিয়ে তিনি ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে মেয়ের জন্মদিন পালন করতে গিয়েছিলেন বলে দাবি করে আসছিলেন। হাসনাতকে আটকের পর থেকেই তার বাবা রেজাউল করিমও আলোচনায় আসেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি নিজের ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে আসছিলেন।