নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় অস্ত্রসহ দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন বৈঠক করার সময় সোমবার রাত আটটার দিকে উপজেলার আড়ানীর পৌর এলাকার চকরপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম (৫২) ও আড়ানী বাজার ইউনিটের সভাপতি বেলাল হোসেন (৪৫)। মনিরুল ইসলামের বাড়ি আড়ানী পূর্বপাড়া এবং বেলাল হোসেনের বাড়ি চকরপাড়া এলাকায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, ২০-২৫ জন জামায়াত নেতা চকরপাড়া এলাকায় গোপন বৈঠক করছিলেন। এ সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে পালানোর সময় প্রথমে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রসহ বেলালকে গ্রেফতার করা হয়। বৈঠকের জায়গা থেকে কিছু জিহাদী বই-পুস্তকও উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, উদ্ধারকৃত পিস্তলটির গায়ে ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে। এর সঙ্গে তিনটি গুলি ও একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। ওই দুই জামায়াত নেতার নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।