নেপালের সাঙ্খুশি নদীতে দুইটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার চুক্তি করেছে নেপাল ও বাংলাদেশ। দুই দেশের সরকার যৌথভাবে এই প্রকল্পটির চুক্তি করে। চুক্তি অনুযায়ী, জলবিদ্যুৎ প্রকল্পে নেপালে বাংলাদেশ সরকার বিনিয়োগ করবে বলে নেপালের স্থানীয় গণমাধ্যম জানায়।
ঢাকা ট্রিবিউনের বরাত দিয়ে মডার্ন পাওয়ার সিস্টেমের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নেপালের প্রতিনিধিদের সঙ্গে এই চুক্তিটি করেন। তিনি এই চুক্তিটিকে নেপালের সঙ্গে বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার অংশও মনে করেন। এই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উৎপন্ন বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করা হবে।
প্রকল্পটির বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই প্রকল্পে ১১১০ মেগাওয়াট সাঙ্খুশি-২ ও ৫৩৬ মেগাওয়াট সাঙ্খুশি-৩ জলবিদ্যুৎ উৎপাদন হবে। এদিকে কাঠমান্ডু পোস্টেও এক প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) আঞ্চলিক বাণিজ্য উদ্যোগের জন্য গড়ে তোলা হবে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট ও মডার্ন পাওয়ার সিস্টেম